পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। এজন্য নামাজের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয় তা প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি, যেন সময় শেষ হওয়ার আগেই নামাজ আদায় করা যায়।
আজ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪; ১৫ পৌষ, ১৪৩১ বাংলা; ২৭ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। চলুন দেখে নিই ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি।
সোমবার (৩০ ডিসেম্বর) | ||
নামাজ | শুরু | শেষ |
জোহর | ১২:০৪ | ৩:৪৫ |
আসর | ৩:৪৬ | ৫:২১ |
সূর্যাস্ত | ৫:২২ | |
মাগরিব | ৫:২৬ | ৬:৪১ |
এশা | ৬:৪৩ | ৫:১৪ |
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) | ||
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় | ৫:১৫ | |
ফজর | ৫:২১ | ৬:৩৯ |
সূর্যোদয় | ৬:৪০ | |
ইশরাক | ৬:৫৫ | ১১:৫৫ |
চাশত | ৯:২৫ | ১১:৫৫ |
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।
বিয়োগ করতে হবে | |
চট্টগ্রাম | ৫ মিনিট |
সিলেট | ৬ মিনিট |
যোগ করতে হবে | |
খুলনা | ৩ মিনিট |
রাজশাহী | ৭ মিনিট |
রংপুর | ৮ মিনিট |
বরিশাল | ১ মিনিট |
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন