পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামের প্রতিটি বিধান ও আমলের মধ্যেই যৌক্তিকতা ও সৌন্দর্য নিহিত রয়েছে। ইসলামে এমন কোনো আমল নেই, যা মুসলমানের জন্য পালন করা কষ্টকর। ইসলামে পাঁচটি স্তম্ভ রয়েছে—কালেমা, নামাজ, রোজা, হজ্জ ও জাকাত। এই পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ এবং রোজা ধনী-দরিদ্র সবার জন্যই ফরজ। তবে হজ ও জাকাতের বিধান শুধু ধনী ব্যক্তিদের জন্য ফরজ। শারীরিক অসুস্থতাসহ কিছু কিছু ক্ষেত্রে ফরজ রোজা ভঙ্গ করার হুকুম রয়েছে এবং পরে তা আদায় করে নেওয়া যায়। রোজা ভঙ্গের পর অক্ষম ব্যক্তি ফকির, মিসকিনকে পেট ভরে খাবার খাওয়ানোর মাধ্যমে রোজার কাফফারা আদায় করতে পারবেন—এই রকম বিধানও ইসলামে রয়েছে। তবে নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রেই দেওয়া হয়েছে এবং নামাজের কোন কাফফারা বা বদলা হয় না। বলা হয়েছে, যদি পানির অভাবে নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে, তবে সে যেন তাইয়ামুম করে নামাজ আদায় করে। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, সে যেন বসে বসে নামাজ আদায় করে নেয়। যদি কারো বসে নামাজ পড়তে কষ্ট হয়, সে যেন শুয়ে নামাজ আদায় করে। এমনকি চোখের ইশারায় নামাজ আদায় করতে বলা হয়েছে।
আজ সোমবার, ২৪ জুন, ২০২৪ (১০ আষাঢ়, ১৪৩১ বাংলা, ১৭ জিলহজ, ১৪৪৫ হিজরি)।
চলুন, দেখে নেই ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি –
- জোহর: ১২:০২-৪:৪০ মিনিট
- আসর: ৪:৪১-৬:৪৮ মিনিট
- সূর্যাস্ত: ৬:৪৬-০৬:৪৯ মিনিট
- মাগরিব: ৬:৫২-৮:১৬ মিনিট
- এশা: ৮:১৭-৩:৪০ মিনিট
মঙ্গলবার (২৫ জুন)
- তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৩:৪০ মিনিট
- ফজর: ৩:৪৫-৫:১২ মিনিট
- সূর্যোদয়: ০৫:১৩-৫:২৭ মিনিট
- ইশরাক: ৫:২৮-১১:৫৫
- চাশত: ৮:৪২-১১:৫৫ মিনিট
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।
বিয়োগ
- চট্টগ্রাম: ৫ মিনিট
- সিলেট: ৬ মিনিট
যোগ
- খুলনা: ৩ মিনিট
- রাজশাহী: ৭ মিনিট
- রংপুর: ৮ মিনিট
- বরিশাল: ১ মিনিট