আজ থেকে বগুড়ায় অনুশীলন করবেন মুশফিক

আজ থেকে বগুড়ায় অনুশীলন করবেন মুশফিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকায় চতুর্থ ধাপের প্রথম দিনের অনুশীলন শেষ করে গতকাল নিজ জেলা বগুড়ায় গিয়েছেন মুশফিকুর রহিম। আজ থেকে জেলার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরাবেন দেশসেরা এই ব্যাটসম্যান।

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিসিবির আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেটারদের অনুশীলনের সূচি অনুযায়ী সোমবার (২৪ আগস্ট) ডে অফ। দেশের ৭ ভেন্যুর কোথাও এদিন অনুশীলন হয়নি। একদিন বিরতিতে আবারও ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে এই অনুশীলন।

বিসিবির দেওয়া সূচি অনুযায়ী মুশি শুরু করবেন দুপুর সোয়া ১২টায় যা চলবে সোয়া দুইটা অবধি। একই ভেন্যুতে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত নারী দলের দুই সদস্য খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা অনুশীলন করবেন।

এদিকে ঢাকায় আগামিকাল থেকে অনুশীলনে যোগ দিচ্ছেন লিটন দাস। প্রথম তিন ধাপের অনুশীলনে অবশ্য লাল সবুজের নন্দিত এই টপ অর্ডারকে দেখা যায়নি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ অত্যাসন্ন তাই ঘরে বসে থাকাটা আর সমীচীন মনে করেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

বিসিবির সূচি অনুযায়ী সকাল ১০টা ১০ থেকে ১০টা ৫৫ পর্যন্ত শের-ই-বাংলার ইনডোরে তার ব্যাটিং অনুশীলনের কথা রয়েছে। আর রানিং ও জিম সেশন করবেন ১১টা থেকে পৌনে ১২টা অবধি। ব্যাটসম্যানদের মধ্যে মিরপুর হোম অব ক্রিকেটে দিনের অনুশীলনের শুরুটা করবেন অবশ্য আফিফ হোসেন ধ্রুব ও এনামুল হক বিজয়। এরপর মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিকের ব্যাটিং, রানিং ও জিম সেশনের কথা রয়েছে।

আর বোলারদের মধ্যে এদিন শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবের বোলিং ও ফিটনেস অনুশীলনের কথা রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *