পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাতসকালেই দূষিত হয়ে উঠেছে ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শহরটির অবস্থান এখন পঞ্চম।
রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে শহরটির স্কোর দেখা গেছে ১৫৮, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এসব তথ্য উঠে এসেছে।
তালিকায় এখন শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ৬৯৬ এবং বায়ুমান ‘দুর্যোগপূর্ণ’।
এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শরহটির স্কোর দেখা যাচ্ছে ২৯০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা, স্কোর ১৬৯; চতুর্থ স্থানে রয়েছে ভারতের মুম্বাই, স্কোর ১৬১; ষষ্ঠ মিশরের কায়রো, স্কোর ১৫৫; সপ্তম ইন্দোনেশিয়ার বাতাম, স্কোর ১৩২; অষ্টম পোল্যান্ডের ওয়ারস, স্কোর ১২৯; নবম চীনের উহান, স্কোর ১২৪; দশম নর্থ মেসেডোনিয়ার স্কোপজে, স্কোর ১১৯।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।