আদালতকে কলুষিত করা ঠিক হবে না : আইনমন্ত্রী

আদালতকে কলুষিত করা ঠিক হবে না : আইনমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি সব পক্ষের কাছে আবেদন করি যে, আদালতের মর্যাদা যেন কেউ হানি না করে।

বাংলাদেশ যত দিন থাকবে আদালত থাকবে। আমরা আইনজীবীরা সবাই অফিসার অব দ্য কোর্ট। আমি তাদের কাছে আহ্বান জানাবো, রাজনীতির কারণে আদালতকে কলুষিত করাটা ঠিক হবে না। কারণ তাদের ধৈর্য ধারণ করা উচিত।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা আইন পাশের আগে সংসদীয় কমিটিতে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। আইসিটি বিভাগ যে ১০ দিন সময় দিয়েছিল সেই ১০ দিন সময়ের মধ্যে যে এসব অবজেকশনগুলো (আপত্তি) আছে, সেসব বক্তব্য একসঙ্গে জড়ো করে আমরা সবকিছুই স্ট্যান্ডিং কমিটির কাছে উপস্থাপন করব।

যারা এখানে তাদের বক্তব্য জানাতে চাচ্ছেন, তাদের স্ট্যান্ডিং কমিটির সামনে গতবারের মতো বক্তব্য দেওয়ার সুযোগ আমরা করে দিব।

তিনি বলেন, এই বিলটা সংসদে যাবে। সংসদ সেপ্টেম্বর মাসের তিন তারিখে ডাকা হয়েছে। এটি যাতে এবার সংসদে যেতে পারে তার জন্যই এটা মন্ত্রিপরিষদ থেকে সোমবার চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়েছে।

আলাপ-আলোচনার কথা যেটা সেটা স্ট্যান্ডিং কমিটিতে (সংসদীয় কমিটি) অবশ্যই অংশীজনদের ডেকে আলাপ-আলোচনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *