আধিপত্যের দ্বন্দ্বে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা খুন

আধিপত্যের দ্বন্দ্বে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা খুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এক রোহিঙ্গাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।

নিহত ৩৫ বছর বয়সী মো. সালেক ওই ক্যাম্পের ডি-৭৬ ব্লকের মো. নুর আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “নিজের ঘরে ফেরার পথে বোরকা পরা ৩-৪ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সালেকের পথ আটকায়। তারা সালেকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

“পরে স্থানীয়রা সালেককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। সেখানে নেওয়ার পথে সালেকের মৃত্যু হয়।“

রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

নিহত সালেকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Related Articles