আপনেগো ইফতারের কামডা অনেক ভালা

আপনেগো ইফতারের কামডা অনেক ভালা

কাউসার মাহমুদ : জমিয়তের পথ ‘ইফতার’ হাজীপাড়ায় রোজার প্রথমদিন থেকেই শুরু হয়েছিল এ কার্যক্রম। বেশ সুন্দরভাবেই প্রতিদিন চলছে ইফতার বিতরণ। সন্ধ্যার আগেই পরিচিত রিক্সাগুলো এদিকেই রাস্তার আশেপাশে এসে দাঁড়ায়। হুড তুলে বসে পড়ে নিশ্চুপ। সময়মত জমিয়ত কর্মীরা তাদের কাছে পৌঁছে দেয় ইফতার। সকলের চোখে মুখে ভাসে তখন আলাদা এক প্রশান্তি। অভিব্যক্তি জানতেই তাদের কাছে ঘুরে আসা।

ষাটোর্ধ্ব চাচার দাড়ী চুল পাকা। কাছে যেতেই একটা মৃদু হাসি। প্রতিদিনই নাকি এখানে আসেন। এখানে এসেই ইফতার করেন। আসসালামু আলাইকুম! বলে জিজ্ঞেস করলাম, চাচা নাম কি?কেমন লাগছে এই ইফতার ব্যবস্থা।

অল্পভাষী রিক্সা চালক চাচা: ওয়ালাইকুম সালাম বলে উত্তর দেন। নাম জানান আলী হক। পথইফতার কেমন লাগছে জানতে চাইলে তিনি একটা কথাই বললেন, ভালো লাগে, ভালো লাগে। তুমগো লিইগ্যা দোয়া বাপজানরা।

পাশেই ছিলেন, ইকবাল (২৮) মজিবর (৩৩) এবং নাছির (২৪) সবার উত্তর একই। ‘আপনেগো ইফতারের কামডা অনেক ভালা’‌। “সারাদিন পরিশ্রম কইরা আইসা এইখানে ইফতারীর সময় এক গেলাস ঠাণ্ডা পানিতে কইলজা ঠাণ্ডা হয়া যায়”।

তারা প্রত্যেকেই তিন, চার, পাঁচ দিন ধরে ইফতার করছেন এখানে।

এমন শতশত সাধারণ মানুষকে প্রতিদিন বাংলাদেশ জমিয়তুল উলামার পক্ষ থেকে ইফতার করানো হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। জমিয়তের এমন কাজে খুশি সর্বস্তরের মানুষ। সবার কাছ থেকেই আসছে দোআ।

———————————–/

সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *