আফগানিস্তানে বন্যায় ৩০ জনের মৃত্যু

আফগানিস্তানে বন্যায় ৩০ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন।

রবিবার (২৩ জুলাই) দেশটির তালেবান সরকারের এক মুখপাত্র এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, “খুব দুঃখের সঙ্গে আমরা খবর পেয়েছি যে বন্যায় আমাদের ৩০ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ ৪০ জন। এ ছাড়া সম্পদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।”

মেইদন ওয়ারদাক প্রদেশের দুর্যোগকবলিত জালরেজ জেলায় জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।।

আফগানিস্তান এশীয় বর্ষা মৌসুমের পদচিহ্নের পশ্চিম প্রান্তে অবস্থিত বলে ভারি বৃষ্টিপাতের কারণে দেশটিতে প্রায়ই আকস্মিক বন্যা দেখা দেয়।

জলবায়ু পরিবর্তনের কারনে বিরুপ আবহাওয়ার সঙ্গে লড়ছে বিশ্ব। সাম্প্রতিক দিনগুলোতে সোমালিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারি বর্ষণ এবং বন্যা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *