আফগান মেয়েদের গান গাওয়াতে নিষেধাজ্ঞা

আফগান মেয়েদের গান গাওয়াতে নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন মেয়েদের বয়স ১২ বছর হয়ে গেলে প্রকাশ্যে গান গাওয়া যাবে না।

তিনি বলেন, তবে একমাত্র ১০০ শতাংশ নারী সমাবেশে গান গাওয়ার অনুমতি আছে। পুরুষদের সামনে কোনো ভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না।

বৃহস্পতিবার (১১ মার্চ) এক বিবৃতিতে এই নির্দেশ জারি করেছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়।

বিশেষজ্ঞদের ভাষ্য, আফগান প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে তালেবানের শান্তি বৈঠক চলছে। তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে আফগান সরকার। দেশটিতে তালেবানের প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে।

আরো পড়ুন : আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

উল্লেখ্য, বিষয়টি নিয়ে এই নির্দেশ জারি হওয়ার পর থেকে আফগানিস্তানের নারীরা প্রতিবাদ করতে শুরু করেছেন। মেয়েদের গান গাওয়ার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকে জানিয়েছেন, এটাই দেশের সংস্কৃতি। কেউ কেউ আবার সরাসরি শিক্ষামন্ত্রী রঙ্গিনা হামিদিকে আক্রমণ করছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *