আফতাবনগরে মাওলানা মাহমুদ মাদানীর ইতিকাফ; বয়ানগুচ্ছ

আফতাবনগরে মাওলানা মাহমুদ মাদানীর ইতিকাফ; বয়ানগুচ্ছ

এই রমযানের শুরুর তিনদিন নফল ইতিকাফের জন্য বাংলাদেশে আগমন করেছিলেন জানেশিনে ফিদায়ে মিল্লাত, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, সায়্যিদ মাওলানা মাহমুদ মাদানী দা. বা.।

রাজধানীর আফতাবনগর মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সে ইতিকাফরত উলামা- ত্বলাবা, মুহিব্বীন- মুতাআল্লিকীন ও সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে তিনি প্রতিদিন বাদ এশা গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। ইতিমধ্যে হযরতের সবগুলো বয়ান পাথেয় টোয়েন্টিফোর ডটকম–এর পাঠকদের জন্য বঙ্গানুবাদ করে ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

হযরতের বয়ানগুলো আপনার নজর এড়িয়ে গেলে সবগুলো বয়ানের সারাংশ এক নজরে পড়ে আসতে পারেন–

জিকিরে অহঙ্কার দূর হয়, হৃদয় হয় পরিশুদ্ধ : মাওলানা মাহমুদ মাদানী

জিকিরে অহঙ্কার দূর হয়, হৃদয় হয় পরিশুদ্ধ : মাওলানা মাহমুদ মাদানী

বয়ানে মাওলানা মাহমুদ মাদানী বলেন, মানবদেহের বাহ্যিক ও আভ্যন্তরিন যতো রোগ আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো অহঙ্কার। কারণ অহঙ্কার মানুষের ঈমান-আমল সবকিছু ধ্বংস করে দেয়। পুরো বয়ানটি পড়ুন…


শরীর নয়, রূহ-ই হলো আসল মানুষ : মাওলানা মাহমুদ মাদানী

শরীর নয়, রূহ-ই হলো আসল মানুষ : মাওলানা মাহমুদ মাদানী

মাওলানা মাদানী বলেন, আমি যতুটুকু পড়েছি ও বুঝেছি, ৯০ ভাগ হিংসার সৃষ্টি হয় অহঙ্কার থেকে। কীভাবে আমার চেয়ে বেশি তার হলো এ নিয়ে মানুষ হিংসা করে। ধন-দৌলত, সৌন্দর্য, পরিপূর্ণতা সবকিছু নিয়ে মানুষ হিংসা করে। আর এই হিংসার একমাত্র কারণ অহঙ্কার। এজন্য অহঙ্কারকে সব রোগের উৎস বলা হয়। পুরো বয়ানটি পড়ুন…


ঈমান না থাকলে মানুষ হয়ে জন্মানোই বৃথা: মাওলানা মাহমুদ মাদানী

ঈমান না থাকলে মানুষ হয়ে জন্মানোই বৃথা: মাওলানা মাহমুদ মাদানী

তিনি বলেন, যদি ঈমান না থাকতো, তাহলে আমাদের মানুষ হয়ে জন্মানো বৃথা যেতো। আমরা যদি গাধা, ঘোড়া, কুকুর বা অন্য কোনো জন্তু হতাম, তাহলে কোনো প্রশ্নই ছিলো না। কিন্তু মানুষ হিসেবে সৃষ্টি হওয়ার পর ঈমান না থাকলে বিরাট প্রশ্ন রয়ে যায়। পুরো বয়ানটি পড়ুন…


তওবা, ক্ষমা ও গিবত বিষয়ক মনোমুগ্ধকর বয়ানে মাওলানা মাহমুদ মাদানী

তওবা, ক্ষমা ও গিবত বিষয়ক মনোমুগ্ধকর বয়ানে মাওলানা মাহমুদ মাদানী

জানেশিনে ফিদায়ে মিল্লাত বলেন, আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে আপনি আপনার গুনাহের লিস্ট তৈরী করুন। এটাকেই বলে ‘মারেফাতে নাফস’। আপনি নিজেকে জানুন, আপনি কে? আপনি কী রকম? আপনি কীভাবে চিন্তা করেন? দেখুন, আপনি আপনার ভাই সম্পর্কে কী ভাবেন? বয়ানটি পড়ুন…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *