আমিরাতের পরিবেশমন্ত্রীর সঙ্গে সাবের হোসেনের বৈঠক

আমিরাতের পরিবেশমন্ত্রীর সঙ্গে সাবের হোসেনের বৈঠক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের (ইউএইউ) জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুবাইয়ে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ সরকারের মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-২০৪১ প্রণয়ন ও বাস্তবায়ন উদ্যোগের প্রশংসা করেন আমিরাতের পরিবেশমন্ত্রী। তিনি বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ে নেতৃত্বের ভূমিকায় অবস্থান করছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রকল্পে ইউএই বিনিয়োগ করতে পারে ।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন অঞ্চলের জীববৈচিত্র ও প্রতিবেশ রক্ষা, ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে ক্ষতিগ্রস্ত বিপুল বনাঞ্চল পুনঃবনায়ন, সৌরবিদ্যুৎ চালিত সেচ কার্যক্রম সংশ্লিষ্ট খাতগুলোতে ইউএই সরকারকে বিনিয়োগের আহ্বান জানান।

এর আগে একইদিন সাবের হোসেন চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আলী আল সায়েঘের সঙ্গেও বৈঠক করেন। আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এ বৈঠকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালকসহ আটজনের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি, বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *