আরব আমিরাতে ড্রোন হামলায় নিহত ৩, আহত ৬

আরব আমিরাতে ড্রোন হামলায় নিহত ৩, আহত ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সন্দেহভাজন ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ছয়জন।

এরইমধ্যে উপসাগরীয় দেশটির পক্ষে নিশ্চিত করা হয়েছে যে, এ হামলায় আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্তত দুটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের পাশে একটি নির্মাণাধীন ভবনও।

আমিরাতের কর্তৃপক্ষ মনে করে, ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছিল। সোমবার কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

আবুধাবির পুলিশ বলছে, তেল শোধনাগার এডিএনওসির মজুত-স্থাপনার কাছে মুসাফফা বাণিজ্যিক এলাকায় তিনটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে।

বিস্ফোরক আঘাত হেনেছে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিমানবন্দরের কাছে একটি নির্মাণধীন এলাকায় আগুন ধরে গেছে।

পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। এদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি বংশদ্ভূত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহতদের পরিচয় জানানো হয়নি। তারা মৃদু ও মধ্যম ধরনের আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে আবুধাবি পুলিশ বার্তাসংস্থা ডব্লিউএএমকে জানিয়েছে, ‘প্রাথমিক তদন্তে দুটি স্থানেই ছোট বিমানের অংশবিশেষ পাওয়া গেছে, যা ড্রোন হয়ে থাকতে পারে।’

এ হামলার জেরে বিস্ফোরণ বা আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এ হামলার ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়নি। এ নিয়ে তদন্ত অব্যহত রয়েছে।

আমিরাত থেকে প্রকাশিত প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমস অনলাইনের খবরে বলা হয়, সোমবার সকালে দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ড্রোন হামলার কারণে এমনটা হয়ে থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *