আলজেরিয়ায় ৯৪ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হলেন তেবউন

আলজেরিয়ায় ৯৪ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হলেন তেবউন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলজেরিয়ার মোট ভোটের ৯৪ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদায়ী প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন। ৭৮ বছর বয়সী এই নেতা গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার আলজেরিয়ার নির্বাচন কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির নির্বাচনসংক্রান্ত জাতীয় স্বাধীন কর্তৃপক্ষের (এএনআইই) প্রধান মোহাম্মদ সারফি বলেন, এবারের নির্বাচনে ৫৬ লাখ ৩০ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদেলমাদজিদ তেবউন ৫৩ লাখ ২০ হাজার ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৯৪ দশমিক ৬৫ শতাংশ। সেনাসমর্থিত তেবউনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রক্ষণশীল হাসানি সেরিফ পেয়েছেন ৩ শতাংশ ভোট আর সমাজতান্ত্রিক ইউসেফ আউসিসে পেয়েছেন ২ দশমিক ১ শতাংশ ভোট।

হাসানি সেরিফের প্রচার শিবির বলছে, ভোটকেন্দ্রের কর্মকর্তাদের ওপর ফল প্রকাশের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। তাঁদের অভিযোগ, প্রার্থীর প্রতিনিধিদের ভোটের তথ্য দিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। তবে এ অনিয়মকে কেন্দ্র করে ভোটের ফলের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা উল্লেখ করেনি তারা।

ভোটের ফলাফল ঘোষণা করতে গিয়ে নির্বাচন কমিশনের প্রধান সারফি বলেছেন, নির্বাচনে স্বচ্ছতা এবং সব প্রার্থীর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করেছে।

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত ৫৯সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত ৫৯
২০১৯ সালে আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তেবউন। তেবউন বেকার মানুষদের জন্য সুযোগ-সুবিধা, পেনশন ও সরকারি গৃহায়ণ কর্মসূচি বাড়ানোর অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্ট হিসেবে তেবউন তার প্রথম মেয়াদেই এসব সুযোগ-সুবিধা বাড়িয়েছিলেন। আয়তনের দিক থেকে আলজেরিয়া আফ্রিকা অঞ্চলের সবচেয়ে বড় দেশ। সেখানে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষের বসবাস।

Related Articles