আল-আকসার গ্র্যান্ড খতিবকে আরও ৪ মাস মসজিদে ঢুকতে দেবে না ইসরাইল

আল-আকসার গ্র্যান্ড খতিবকে আরও ৪ মাস মসজিদে ঢুকতে দেবে না ইসরাইল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে আরও চার মাস প্রবেশ করতে পারবেন না এই মসজিদের গ্র্যান্ড খতিব ইকরামা সাবরি।

বৃহস্পতিবার (০৪ জুন) আগে আরোপিত নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর তা আরও চার মাসের জন্য বাড়ানো হয়েছে।

ইকরামা সাবরি এ সম্পর্কে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল আবারও তাদের অন্যায় ও বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মাধ্যমে মানুষের ইবাদতের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তবে ফিলিস্তিনিরা সব সময় আল-আকসা মসজিদের পাশে থাকবে এবং তা রক্ষা করবে।

খতিব ইকরামার বিরুদ্ধে দখলদারদের অভিযোগ হচ্ছে তিনি মুসল্লিদেরকে ইসরাইলের বিরুদ্ধে উসকে দিচ্ছেন। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ইকরামা সাবরি’র বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করেছিল।

এর প্রতিক্রিয়া হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছিলেন, এই পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লি-শূন্য করারও চেষ্টা চলছে। মুসল্লি-শূন্য করার ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলছে বলে তিনি জানান।

এছাড়া দখলদার ইসরাইল করোনাভাইরাসকে অজুহাত করে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে উল্লেখ করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *