আল-হাদী পত্রিকা আয়োজিত পাঠচক্রে জামিয়া ইকরা সাহিত্য সংসদের বিশেষ সম্মাননা

আল-হাদী পত্রিকা আয়োজিত পাঠচক্রে জামিয়া ইকরা সাহিত্য সংসদের বিশেষ সম্মাননা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঈদে মিলাদুন্নবি উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলায় মাদরাসা আবু হুরায়রা কর্তৃক প্রকাশিত দ্বি মাসিক সাহিত্য পত্রিকা আল-হাদী আয়োজিত পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর (শুক্রবার) জুমা’র পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ পাঠচক্র ‌অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি, মাওলানা মুনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-হাদীর সম্পাদক ও মাদরাসা আবু হুরায়রা কিশোরগঞ্জের শিক্ষাসচিব  মাওলানা শহিদুল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত ছিলেন
বিশিষ্ট গীতিকার কবি ও ঔপন্যাসিক সায়ীদ উসমান।

আল-হাদীর নির্বাহি সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন জামি’আ ইকরা সাহিত্য সংসদের সদস্য মোহাম্মদ আরীফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুনিরুল ইসলাম বলেন লেখালেখির জগতে যারাই বড় হয়েছেন তাদের সূচনাতে ছিল এ ধরনের মাসিক পত্রিকার বিশেষ অবদান। সুতরাং নতুনদের সাহিত্যচর্চায় এরকম মাসিক সাহিত্য পত্রিকাগুলোর গুরুত্ব অপরিসীম। তার বক্তব্যে বারবার উঠে এসেছে দ্বি-মাসিক আল-হাদী নিয়ে চমৎকার মূল্যায়ন। প্রধান অতিথি সাহিত্যের এই পত্রিকা নিয়ে ধারাবাহিক কাজ চালিয়ে যাওয়ার জন্য আল-হাদী পরিবারকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছেন এবং লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষী সকলকে আল-হাদীর পাশে থাকার আহ্বান জানান।

আল-হাদীর সম্পাদক মাওলানা শহীদুল্লাহ দাঃবাঃ পাঠচক্রে আগত সকল অতিথিদের স্বাগত জানিয়ে বলেন,আপনারা পাশে আছেন বলেই আল-হাদী আজ এতোদূর আসতে পেরেছে।

ভবিষ্যতের পাশে থাকলে ইনশাল্লাহ আরো বহুদূর এগিয়ে যাবে বলে আশা রাখি।

বিশেষ অতিথির বক্তব্যে কবি সায়ীদ উসমান আল-হাদীর প্রশংসা করে বলেন, কওমি অঙ্গনের নবীনদের সাহিত্যচর্চা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভালোই অবদান রাখছে-তা আল-হাদী দেকে আমরা বুঝতে পারছি।

সেই সুদূর কিশোরগঞ্জ থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আল-হাদী নমক এই ম্যাগাজিন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক দূর অগ্রসর হবে বলে আমি।

ইসলামী বইমেলায় আল-হাদীর পাঠচক্র অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন— ঢাকা পোস্টের নুরুদ্দিন তাসলিম তরুন লেখক কাজি মাজহারুল ইসলাম, কবি উমারা হাবিব, নকিব মাহমুদ, লিটলম্যাগ আন্দলনের সাঈদ আবরার, মাসিক নকিবের সম্পাদক তাশরিফ মাহমুদ, নয়া প্রভাতের সম্পাদক এনায়েতউল্লাহ, সমকালীন প্রকাশনার মুজিব হাসান, স্বপ্নবুননের সম্পাদক মোহাম্মদ জায়েদ খান, শব্দবুননের সম্পাদক আব্দুল্লাহ আশরাফ, আশিক আশরাফ, আমিন আশরাফ, প্রতিভার সম্পাদক উবাইদুল হক খান, যুবকণ্ঠের আরাফাত নুর, স্বপ্নকাননের মাহমুদ হাসান, হালচালের মুর্শিদুল আলম, জামি’আ ইকরা সাহিত্য সংসদের ওমর ফারুক, মামুনুর রশীদ, রিয়াজুল হক, সামনুন আরেফিন, ফরিদাবাদ মাদরাসার আলম হুসাইন, তরুন লেখক আনাস আব্দুল্লাহ সহ বহু কবি, লেখক এবং বিভিন্ন ম্যাগাজিনের সম্পাদকগণ।

পরিশেষে সাহিত্য চর্চায় বিশেষ অবদান রাখায় জামিয়া ইকরা সাহিত্য সংসদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেয়ার মাধ্যমে সমাপ্ত হয় আল-হাদীর পাঠচক্র অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *