আসছে এআই সুবিধার চ্যাট ফিচার

আসছে এআই সুবিধার চ্যাট ফিচার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: অ্যাপ সেবায় জনপ্রিয় হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই চ্যাট ফিচার। সে জন্য হোয়াটসঅ্যাপের ডিজাইনে আসছে কিছুটা পরিবর্তন।

নতুন আদলে কেমন হবে হোয়াটসঅ্যাপের ডিজাইন– ঠিক তারই রোল আউট চলছে বেটা সংস্করণে। জানা গেছে, প্রথম ধাপে শুধু অ্যান্ড্রয়েড সংস্করণেই উল্লিখিত ফিচারের রোল আউট দৃশ্যমান হবে।

চলতি বছরের শুরুর দিকে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ সূত্র বলেছিল, তারা এআই চ্যাটবোটের সাপোর্ট চালু করার জন্য উদ্যোগ নিয়েছে। বর্তমানে এআই ঘরানার পরিষেবা পাবেন শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *