ইউক্রেন যুদ্ধে ১ লাখ ৪৫ হাজার রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে ১ লাখ ৪৫ হাজার রুশ সেনা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১ লাখ ৪৫ হাজার সেনা নিহত হয়েছেন। এ তথ্য দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর বিবিসির।

বুধবার দেশটির সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাদের হাতে রাশিয়ার ৭৯০ সেনা নিহত হয়েছেন।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের দাবি, যুদ্ধে এ পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধে বাখমুতসহ অন্যান্য শহরে রাশিয়ার ৯০টি হামলাকে প্রতিহত করেছে ইউক্রেনের সেনাদল।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর হচ্ছে শুক্রবার। এখনো যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। চলছে হামলা আর পালটা হামলা। ২৪ ফেব্রুয়ারি বড় আকারে রুশ হামলার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি, এ যুদ্ধ আরও এক বছর ধরে চলবে। আর জো বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে কখনো বিজয় অর্জন করতে পারবে না রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *