ইউরোপের জন্য অপরিহার্য ‘তুরস্ক’ : এরদোগান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্ক ইউরোপের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ দেখিয়ে দিয়েছে, তুরস্ক ইউরোপের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

সোমবার (১০ অক্টোবর) দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠক শেষে এরদোয়ান এ মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, আসলে বিশ্বের প্রতিটি উন্নয়ন এই সত্যটি প্রকাশ করে যে, তুর্কি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অঞ্চলের জন্য অপরিহার্য।

সম্প্রতি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করে এরদোয়ান জানান, এসব বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে, তুরস্ক আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকেই এজিয়ান সাগর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্কটের সমাধান করতে চায়।

এরদোয়ান ইউরোপীয় ইউনিয়নকে ঐক্য কিংবা সংহতি জানিয়ে ‘ছদ্মবেশী অবৈধ উদ্যোগ’কে সমর্থন না করার আহ্বান জানান। গ্রিসকে দ্বিপাক্ষিক বৈঠকে বসাতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানান তিনি।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানসহ বেশ কয়েকজন নেতার সাথে ‘সাইডলাইন বৈঠক’ করেছেন এরদোয়ান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় প্রাগ সম্মেলনে ইউরোপীয় নেতারা তুরস্কের প্রশংসা করেছে বলেও জানান এরদোয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *