ইউরোপে বার্সেলোনাই আমার সর্বশেষ ক্লাব : মেসি

ইউরোপে বার্সেলোনাই আমার সর্বশেষ ক্লাব : মেসি

ক্রীড়া ডেস্ক : মেসিকে নিজেদের দলে টানার আশায় থাকা ক্লাবগুলোর স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বলে মনে হতেও পারে, মেসির এই কথাতে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার মায়া ত্যাগ করে বার্সেলোনায় এসেছিলেন বড় ফুটবলার হওয়ার আশায়। সেখানে থেকেই তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়েছেন। যেই ক্লাব তাকে এতো কিছু দিয়েছে সেই ক্লাবকেই তারও অনেক কিছু দেওয়ার বাকি আছে। এজন্য জানিয়েই দিলেন, ইউরোপে বার্সেলোনা ব্যতীত আর কোন ক্লাবে তিনি খেলবেন না।

বর্তমানে আর্জেন্টিনার হয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এই ক্ষুদে যাদুকর। সেখানে আর্জেন্টিনার ‘পাসিওন পর এল ফুটবল’ টিভি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি অনেকভাবে এটা পরিষ্কার করতে চাই যে, ইউরোপে বার্সেলোনাই হবে আমার একমাত্র ক্লাব। আমি সব সময়েই বলে এসেছি, আমি আর্জেন্টিনার হয়ে কিছুদিন হলেও খেলবো। আমি জানি না আসলে এটা হবে কিনা। কিন্তু আমার এটি মনে রয়েছে।’

মেসি তার শৈশব কাটিয়েছেন স্বদেশী ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে। ক্লাবটির হয়ে ৫০০ গোলও করেছেন মেসি। এই ক্লাবের হয়েই একদিন আর্জেন্টিনার মাটিতে খেলার স্বপ্ন দেখেন মেসি। ‘নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে আমি অন্তত ৬টি মাস হলেও খেলতে যাই। কিন্তু আমরা কেউ জানিনা সামনে কী হবে।’

অনেক ফুটবলবোদ্ধা মনে করেন মেসি যদি স্পেনের জার্সি গায়ে ফুটবল খেলতেন তাহলে ইতোমধ্যে তার লালিত স্বপ্ন বিশ্বকাপ জয় করতে পারতেন। মেসি এ প্রসঙ্গে বলেন, ‘একদিন আমার এক বন্ধু বলেছিল, তুমি যদি স্পেনের হয়ে খেলতে তাহল এতদিনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারতে। কিন্তু তখন পরিস্থিতিটা এরকম থাকতো না। এটা আমার মাথায় কখনোই আসেনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা সবসময়েই বিশেষ কিছু।

_______________

patheo24,/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *