ইকরায় কিয়ামুল লাইলে ঈমানের স্বাদ পাই : মেজর গোলাম মওদুদ

ইকরায় কিয়ামুল লাইলে ঈমানের স্বাদ পাই : মেজর গোলাম মওদুদ

পাথেয় রিপোর্ট : ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদে কিয়ামুল লাইলে শরীক হওয়ার জন্যে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে অনেকেই উপস্থিত হয়েছেন। এসছেন মধ্যরাতেও। কাকরাইলের মন্ত্রীপাড়া থেকে এসেছেন মেজর মোহাম্মদ গোলাম মওদুদ। কথা হয় পাথেয় টোয়েন্টিফোরের সঙ্গে।

এই মধ্যরাতে পবিত্র কালামে পাকের তেলাওয়াত শুনতে কিয়ামুল লাইলে শরীক হতে কী মনে এসেছেন জানতে চাইলে মেজর গোলাম মওদুদ বলেন, মানুষের জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্যে সকল ক্ষেত্রে একজন মুরব্বীর প্রয়োজন হয়। আর আমার মুরব্বী হচ্ছেন আমাদের খতীব [মাওলানা আরীফ উদ্দীন মারুফ] সাহেব। কয়েক বৎসর আগে তিনি আমাকে প্রথম এই মসজিদে কিয়ামুল লাইলে নিয়ে আসেন। তারপর থেকে আমি প্রতিবছর এখানে আসি। এখানে কিয়ামুল লাইলে শরীক হলে আমার অন্তরে প্রশান্তি মিলে, ঈমানের স্বাদ পাই। শেষ রাতে ইবাদত করার কারণে সারাদিন মনের মধ্যে ভালো লাগা কাজ করে।

তিনি বলেন, এখানে উপস্থিত সকল মুসাল্লীদের জন্যে সাহরীর ব্যবস্থা করা হয়। আর এখানের পরিবেশটাও অনেক সুন্দর, সে জন্যে এখানে সবসময় আশার চেষ্টা করি।

পাথেয় টোয়েন্টিফোরের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করলে তিনিও পাথেয় টোয়েন্টিফোর এই উদ্যোগকে স্বাগত জানান।
গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ : আদিল মাহমুদ ও কাউসার মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *