‘ইকরা মসজিদের ইসলাহি বয়ান ও জিকির আমাকে টানে’

‘ইকরা মসজিদের ইসলাহি বয়ান ও জিকির আমাকে টানে’

পবিত্র রমজানে গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ। বিশেষত রমজানের শেষ দশকে এ আমল করে থাকেন মুসুল্লিরা। এটি একাগ্রচিত্তে আল্লাহতে ডুবে থাকার এক বিশাল আয়োজন। ইতিকাফ বিষয়ক বিশেষ সাক্ষাৎকারে পাথেয় টুয়েন্টিফোর ডট কমের আজকের অতিথি রাজধানীর উত্তরার মাদরাসা বাহসিল ইলমীর মুহতামিম মুফতী ইবরাহীম শিলাস্থানী। তার মুখোমুখি হয়েছেন পাথেয় টুয়েন্টিফোর ডট কমের সহযোগী সম্পাদক মাসউদুল কাদির।

পাথেয় : প্রথমেই জানতে চাইব, ইতিকাফ করার ক্ষেত্রে কোনও বিশেষ মুরুব্বীর তত্বাবধানে থাকা জরুরি কি না। জরুরি না হলেও বিশেষ কোনও উপকার আছে কী?

মুফতী ইবরাহীম শিলাস্থানী : মূলত ইতিকাফের জন্য কোনও মুরুব্বীর মাতাহাত বা তত্বাবধানে থাকা জরুরি নয়। কিন্তু এ ক্ষেত্রে মহা গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহর আয়াতের অনুসরণ। সেটি হল আল্লাহ বলেছেন, কুনু মাআস সাদিকীন ‘তোমরা সৎ লোকদের সাথে থাক’। আর তাই ইতিকাফেও এ বিষয়টি অনুসরণের মাধ্যমে ইতিকাফকারীর ঈমানি এবং আমলি ফায়দা বহুগুণ বেশী হয়। সুতরাং কেউ যদি কোনও মুরুব্বীর তত্বাবধান ও নির্দেশনায় থেকে ইতিকাফ করে তবে তো এটি সৌভাগ্য বলা চলে যে কোনও ইতিকাফকারীর জন্য।

পাথেয় : আপনিও তো এবার আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-দাবা-এর তত্ত্বাবধানে ইতিকাফে বসেছেন। তা কদিনের জন্য?
শিলাস্থানী : আমি তো আলহামদুলিল্লাহ পুরো দশদিনের জন্যই এসেছি। আল্লাহ কবুল করুন।

পাথেয়: আপনি নিজেও একজন অনুসরণীয় ব্যক্তি। এ দেশের অনেক মানুষই আপনাকে অনুসরণ করছে। এরপরও আপনি এখানে (ঝিল মসজিদে) ইতিকাফে কেন এলেন?

শিলাস্থানী : আসলে আমি এখানে আমাদের হযরত শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সাহেবের সোহবতে থাকার জন্যই এসেছি। আমি চেয়েছি আমার ইতিকাফ একজন বুযুর্গের সান্নিধ্যে হোক।

পাথেয় : বাংলাদেশের পীর-মাশায়েখগণ প্রতি বছরই ইতিকাফে বসেন বিভিন্ন মসজিদে। তাঁদেরকে কেন্দ্র করে তাঁদের মুরীদান যারা আছেন তাঁরাও বসেন। সেখানে আমলের বিভিন্ন পরিবেশ থাকে। তো আমাদের এখানে আমলের যে নেযাম বা নিয়ম চালু আছে। এখানকার জিনিসটা কীভাবে দেখছেন! বা কেমন লাগছে আপনার কাছে?

শিলাস্থানী: আমি এখানে যে নেযাম দেখেছি আমলের। এটা একটি বিশেষ উপকৃত হওয়ার মতো পদ্ধতি মনে হয়েছে। কারণ, সব জায়গাতেই তো আমলের মধ্যেই কাটান ইতিকাফকারীরা। কিন্তু এখানে নির্দিষ্ট সময়ে আমলের সাথে কোরআনের যে মশক এবং জিকিরের হালকা করানো হচ্ছে। এটি নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর এক ব্যবস্থা। আমি বলবো ‘নূরুন আলা নূর’।

পাথেয় : আপনার কাছে ঝিল মসজিদে ইতিকাফকারীদের জন্য কোন দুটি আমল বিশেষ এবং গুরুত্বপূর্ণ মনে হয়?

শিলাস্থানী: শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সাহেব হুজুরের ‘ইসলাহি বয়ান’ এবং জিকিরের মশক।

12
পাথেয় টোয়েন্টি ফোরকে ইতেকাফ সম্পর্কে প্রশ্নের জবাব দিচ্ছেন মুফতী ইবরাহীম শিলাস্থানী

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *