ইন্দোনেশিয়াতে কারখানার ফার্নেস বিস্ফোরণে ১৩ জন নিহত

ইন্দোনেশিয়াতে কারখানার ফার্নেস বিস্ফোরণে ১৩ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বলছে, সে দেশে চীনা মালিকানাধীন একটি নিকেল কারখানায় মেরামত চলাকালে ফার্নেস বিস্ফোরণে নয়জন ইন্দোনেশীয় এবং চারজন চীনা কর্মী নিহত হয়েছে। অন্তত ৪৬ জন আহত হয়।

সুলাওয়েসি দ্বীপে পিটি ইন্দোনেশিয়া মরওয়ালি ইন্ডাসট্রিয়াল পার্কে ওই ঘটনা ঘটে।

সেন্ট্রাল সুলাওয়েসি পুলিশের প্রধান অগাস নুগ্রহ বলেন, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে- তাতে ফার্নেসটি ধ্বংস হয়ে যায় এবং ভবনের দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় ওই ঘটনা ঘটে। তার প্রায় চার ঘণ্টা পর আগুন নেভানো হয়, বলেছে কর্তৃপক্ষ।

একজন পার্ক মুখপাত্র বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী ফার্নেসের তলায় বিস্ফোরক সহায়ক কিছু তরল ছিল যা সম্ভবত বিষ্ফোরণের জন্য দায়ী। মেরামতের সময় ওই ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়াতে নিকেল গলানোর ওইসব কারখানা চীনের এক উন্নয়ন প্রকল্পের অংশ যা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ নামে পরিচিত।

বিশ্ব বাজারে ইলেকট্রিক গাড়ির জন্য ব্যাটারি উৎপাদনে নিকেল একটি জরুরি উপাদান।

ইন্দোনেশিয়ার অর্থনীতি হলো দক্ষিন পূর্ব এশিয়াতে সবচেয়ে বড়। দেশটি বিশ্বে সবচেয়ে বেশি নিকেল উৎপাদন করে।

নিকেল শিল্প খাত বহু বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করে। বড় বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা এবং তাদের ব্যাটারি নির্মাতাদের কাছ থেকে বিনিয়োগ পেতে দেশটি আগ্রহী।

তবে ইন্দোনেশিয়ার এই শিল্পে বারবার দুর্ঘটনার কারণে মানুষ নিহত হয়েছে।

প্রেসিডেন্ট জোকো উইডোডো দেশটির নিকেল শিল্প উন্নয়নে আগ্রহী। তিনি এই শিল্পের পরিবেশগত মানদণ্ড তদারকি আরো ভালো করার অঙ্গীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *