ইমাম শাইবানী ফিকহ একাডেমীর উদ্বোধনী পাঠ শুক্রবার, এখন অবধি ভর্তি চলমান   

ইমাম শাইবানী ফিকহ একাডেমীর উদ্বোধনী পাঠ শুক্রবার, এখন অবধি ভর্তি চলমান   

পাথেয় টোয়েন্টিফোর  ডটকম: সাপ্তাহিক কিসমুল ফিকহ ইমাম শাইবানী ফিকহ একাডেমীর উদ্বোধনী দারস আগামী ৩ মে শুক্রবার সকাল ৯ টায়। ঢাকার বিভিন্ন মাদরাসা থেকে বাছাই করা তাকমীল সম্পন্নকারী একঝাঁক মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে দ্বিতীয় বারের মতো যাত্রা শুরু করছে ইমাম শাইবানী ফিকহ একাডেমী। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি তার অফিসিয়াল ফেইসবুক পাতায় লেখেছে-

‘আগামী শুক্রবারে যেনো একটু ঠাণ্ডা নামে । ঢাকা জুড়ে যেনো প্রবাহিত হয় শীতল সমীরণ। এই দুআ সর্বত ও সর্বত্রের জন্য করি, তবে বিশেষভাবে আগামী শুক্রবার আর ঢাকার জন্য করছি কারণ সেদিন ইমাম শাইবানী ফিকহ একাডেমীর ইফতিতাহী দারস। ছাত্র শিক্ষক ও অতিথীরা যেনো শান্তিতে আসতে ও যেতে পারে দু’আ করবেন।। ঢাকার বিভিন্ন মাদরাসা থেকে বাছাই করা তাকমীল সম্পন্নকারী একঝাঁক মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে শাইবানীর এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে। ফিকহের অতলান্ত সাগর পারি দেওয়া ভীষণ রকমের দুরূহ কাজ, কিন্তু এর সমুদ্র সফেনে খরকুটো হয়ে ভেসে বেড়ানোও কম কীসের? আমাদের এই যাত্রায় সকল শুভানুধ্যায়ীকে আমন্ত্রণ জানানো যাচ্ছে’।  

আরও পড়ুন— শাইখ আব্দুল্লাহ মারুফীর উপস্থিতিতে ইমাম শাইবানী ফিকহ একাডেমির দস্তারে ফযিলত মাহফিল অনুষ্ঠিত

উল্লেখ্য যে, রাজধানীর কিছু প্রাজ্ঞ ও অভিজ্ঞ মুফতি শিক্ষকমণ্ডলীর দ্বারা এই প্রতিষ্ঠানটি এক বছরেই নজর কেড়েছে ওলামা ও মুফতি মহলের। জানা যায়, ‘মুফতি তৈরী নয়, ফিকহের যাওক ও তাফাক্কুহের প্রেরণা যোগানোই আমাদের অভিলাষ’ স্লোগান নিয়ে ২০২২ সালে যাত্রা শুরু করেছিলো ইমাম শাইবানী ফিকহ একাডেমী। আগ্রহী তাকমিল সম্পন্নকারী শিক্ষার্থীগণ আগ্রহীরা নিম্মলিখিত নাম্বারে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করতে পারবেন—

01322 075 374

01829 669 921

কিংবা সরাসরি আমাদের কার্যালয়ে এসেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আমাদের ঠিকানা—

 

১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ঢাকা -১২১৯

 

ফেইসবুকে আমাদের কার্যক্রম দেখতে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *