ইসরাইল-ফিলিস্তিনির সংঘাত, যে পদক্ষেপ নিচ্ছে এরদোগান

ইসরাইল-ফিলিস্তিনির সংঘাত, যে পদক্ষেপ নিচ্ছে এরদোগান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইসরাইল-ফিলিস্তিনে শান্তির জন্য কূটনীতি জোরদার করবে তুরস্ক বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রোবাবার (৯ অক্টোবর) ইস্তাম্বুলে দেওয়া এক বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি অর্জনের একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান।

এক বিবৃতিতে এরদোগান বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি বাহিনীর মধ্যেকার লড়াই থামাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে বদ্ধপরিকর তুরস্ক।

তিনি বলেন, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এখন অপরিহার্য।

অপরদিকে শনিবার সকাল থেকে চলা ইসরাইলি বিমান হামলায় ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে ইসরায়েলের হামলায় আর দুই হাজার ২০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরাইলে কয়েকজন আমেরিকান নিহত হবার খবর তারা পেয়েছেন এবং এসব খবরের সত্যতা যাচাই করার কাজ চলছে। এছাড়া গাজা সীমান্তের কাছে কর্মরত ছিলেন এমন একজন ব্রিটিশ নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার ইসরাইলে বড় ধরনের আক্রমণ শুরু করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

এর পর রোববার দিনভর গাজা উপত্যকায় পালটা বিমান হামলা চালিয়েছে ইসরাইল, যার অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে। “ইসরাইলের বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আমরা কাজ করে যাব” বলে তারা ঘোষণা দিয়েছে।

এদিকে হামাস ও ইসলামিক জিহাদ (পিআইজে) নেতার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট কথা বলেছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া খবর দিয়েছে। তবে ওই দুই নেতার সঙ্গে ইব্রাহিম রাইসির আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *