ইসরায়েলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় বুধবার আরও ১৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে অব্যাহত হামলায় অন্তত ৪০ হাজার ৮৬১ ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদাররা।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, বুধবার রাতে জেনিন শরণার্থী শিবিরে অতিরিক্ত সৈন্যবাহিনী নিয়ে অভিযান চালায় ইসরায়েল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, টানা দ্বিতীয় সপ্তাহে জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার অন্তত চার হাজার বাসিন্দাকে জোরপূর্বক ঘরছাড়া করেছে দখলদাররা।

সৈন্যরা আল জাবারিয়ত পাড়ায় ফিলিস্তিনি পরিবারগুলোকে অস্ত্রের মুখে ঘরছাড়া করে এবং শরণার্থী শিবিরের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। জেনিনের উত্তরে নাজারেথ স্ট্রিটে বুলডোজার চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাংশে ইসরায়েলি সামরিক অভিযানের একটি অংশ হলো জেনিন অবরোধ। তাদের এই অভিযানে কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরা আরও জানিয়েছে, আল-আকসা শহীদ হাসপাতালের কাছে তাঁবুতে বাস্তুচ্যুত লোকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে নারী এবং শিশু রয়েছে।

‘মানবিক অঞ্চল’ ঘোষিত আল-মাওয়াসি এলাকায় হামলায় একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Related Articles