ইসরায়েলি হামলায় মৃত্যুপুরী গাজা, শোক করার কেউ নেই

ইসরায়েলি হামলায় মৃত্যুপুরী গাজা, শোক করার কেউ নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণে গাজায় প্রিয়জন হারানোর যন্ত্রণা বেড়েই চলছে। হামলার তীব্রতা এতোটাই বেশি যে, গাজাবাসী যেন শোক প্রকাশে অক্ষম হয়ে পড়েছে। তাদের কাছে এখন মাত্র দুটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, বেঁচে থাকার আশা এবং দুই, আরেকটি বোমা যেনো তাদের দিকে ছুটে না আসে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে মৃত মানুষের জন্য গাজায় শোক করার কেউ নেই। এ পরিস্থিতিতে সবচেয়ে বড় পাওয়া পরিবারের সঙ্গে বেঁচে থাকা। প্রিয়জন যেনো মৃত্যুর মুখোমুখি না হয় সে জন্য দোয়া করা।

এদিকে গাজায় প্রবেশকারী ত্রাণবাহী ট্রাকগুলো ঘিরে চলছে বিশৃঙ্খলা। গাজাবাসীর জন্য খাদ্য, পানি বা অন্যান্য সহায়তার চেয়েও বেশি প্রয়োজন সহিংসতা, রক্তপাত এবং ধ্বংসের অবসান ঘটা।

এক বিবৃতি গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার জানিয়েছে, গতকাল সোমবার রাতে ইসরায়েলি হামলায় ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক শ মানুষ।

রাতজুড়ে গাজার আল শাতি শরণার্থী শিবির, রাফাহ, খান ইউনিস ও জাবালিয়াতে বিমান হামলা চালায় ইসরায়েল।

৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে ১৫ হাজারের বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *