ইসরায়েলের বিরুদ্ধে ১০ দিনে ১৩টি সামরিক অভিযান

ইসরায়েলের বিরুদ্ধে ১০ দিনে ১৩টি সামরিক অভিযান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি হামলার জবাবে গত ১০ দিনে ১৩টি সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনের হুথিরা। সূত্রের বরাতে ইরনা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে হুথি জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে এসব অভিযান চালানো হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীটির মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, এসব অভিযানের বেশিরভাগই মধ্য ইসরায়েলের তেল আবিব অঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে।

হুথিরা গত শনিবার নেগেভ অঞ্চলের দক্ষিণ ইসরায়েলের নাভাতিম বিমান ঘাঁটিতে ‘প্যালেস্টাইন ২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

এর আগে শুক্রবার তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেওয়া হয়। এর ফলে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় এবং সব ফ্লাইট বাতিল করা হয়।

ইয়েমেনের গোষ্ঠীটি ইসরায়েলে হামলার পরিসীমা বাড়ানো এবং তেল আবিবের যে কোনো উত্তেজনা বৃদ্ধির পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দেয়।

Related Articles