ইসরায়েলে শতাধিক রকেট হামলা চালাল হিজবুল্লাহ

ইসরায়েলে শতাধিক রকেট হামলা চালাল হিজবুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েলের উত্তরাঞ্চলে ফের রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) বিবিসি ও আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা এবং ক্রায়োট শহরগুলোর দিকে রকেট ছুঁড়েছে এবং বলেছে যে তারা “ক্ষেপণাস্ত্রের একটি বড় সালভো” নিক্ষেপ করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীও বলেছে, তারা স্থানীয় সময় মধ্যাহ্নের ঠিক পরে লেবানন থেকে নিক্ষেপ করা ৮৫টি রকেট উৎক্ষেপণ শনাক্ত করেছে, এবং তাদের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে।

লেবাননে ইসরায়েলি বাহিনীর গত প্রায় ২ সপ্তাহের অভিযানে ১ হাজার ২৫১ জন নিহত, ৩ হাজার ৬১৮ জন আহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ ও গোষ্ঠীটির কয়েকজন শীর্ষ কমান্ডারও রয়েছেন।

Related Articles