পাথেয় টোয়েন্টিফোর ডটকম: নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বিশ্বজুড়ে ইসরাইলি পণ্য বয়কটের যে আন্দোলন শুরু হয়েছে তাতে যোগ দিয়েছে ভারতীয় মুসলিমরাও। গাজায় ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে দোকানে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের পণ্য রাখছেন না ভারতের মুসলিম দোকানিরা।
সোমবার প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে ভারতে ইসরায়েলী-মার্কিন পণ্য বর্জনের এ খবর। প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে দেশটির কিছু অঞ্চলে ক্রেতা-বিক্রেতারা ঘোষণা দিয়ে ইসরাইলি পণ্য বজর্ন শুরু করেছে। শুধু ইসরাইলি পণ্যই নয়, যুক্তরাষ্ট্রসহ ইসরাইলের সঙ্গে যুক্ত বিভিন্ন দেশের কোম্পানি ও পণ্য বর্জন করছে তারা।
ভারতীয় মুসলিমদের মধ্যে যারা এরই মধ্যে ইসরাইলি ও মার্কিন পণ্য বয়কটে অংশ নিয়েছেন তাদের অন্যতম মোহাম্মদ নাদিম। তিনি একটি দোকানের মালিক। আল জাজিরাকে তিনি বলেন, ‘আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারব না। কিন্তু আমরা তাদের অর্থনীতিকে বর্জন করতে পারি।’
নিখাত রেহমান নামে এক নারী বলেন, ‘এটা আমাদের সামান্য অবদান। কারণ এখানে আমাদের সাধারণ জনগণের ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর অন্য কোনো উপায় নেই। এজন্য আমি মনে করি, আমরা যদি ইসরাইলি ও আমেরিকান পণ্য বর্জন করি, তাহলে গাজায় বসবাসরত মানুষের জন্য তা সামান্য হলেও অবদান রাখবে।’
ভারতীয় দোকানদাররাও বলেছেন, তাদের ক্রেতারা এখন বিকল্প ব্র্যান্ডের পণ্য খুঁজছেন। ইসরাইলি-আমেরিকান পণ্যের চাহিদা আগের তুলনায় কমে গেছে।
গাজায় এক মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলী আগ্রাসন ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মুসলিমরাও কোকা কোলা, পেপসি, নেসলেসহ নামকরা ব্র্যান্ডের পণ্য বর্জন করছেন। তাদের মতে এসব কোম্পানির পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে কিছুটা হলেও বিপাকে পড়বে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল।