ঈদযাত্রায় পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

ঈদযাত্রায় পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদযাত্রায় পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ১৮ এপ্রিল, মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের কথা চিন্তা করে পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে মোটরসাইকেলে করে পদ্মা সেতু পার হওয়া যাবে। তবে সর্বোচ্চ গতিসীমা থাকতে হবে ৬০ কিলোমিটার।

মোটরসাইকেল আরোহীরা কোনো ধরনের নিয়ম ভাঙলে পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হবে।

২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পরদিন পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়। কিন্তু ওই দিনই সেতুতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের সিদ্ধান্তে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়।

এর আগে ৯ এপ্রিল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ঈদে ঘরমুখো মানুষেরা মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরতে পারবেন। তবে মহাসড়কে মোটরসাইকেল চললেও পদ্মা সেতুতে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তখন ওবায়দুল কাদের আরও বলেছিলেন, মোটরসাইকেলে চড়ে রাস্তায় ক্ষমতাসীন দলের ক্ষমতা দেখালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী আপনারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *