ঈদ উপলক্ষে নতুন নোট মিলবে আজ থেকে

ঈদ উপলক্ষে নতুন নোট মিলবে আজ থেকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদুল ‌ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ‌্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকেরা। আগামী ৯ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বি‌নিময় করতে পারবেন সাধারণ মানুষ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকেও ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা, সাউথইস্ট ব্যাংকের করপোরেট শাখা, ডাচ্-বাংলার লোকাল অফিস, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা ছাড়া আরও ৭৬টি ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *