উখিয়ায় এক লাখ ইয়াবা বড়িসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

উখিয়ায় এক লাখ ইয়াবা বড়িসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমার থেকে কক্সবাজারের উখিয়া উপজেলায় পাচারকালে সীমান্ত এলাকা থেকে এক লাখ ইয়াবা বড়িসহ মো. শরিফ হোসেন (২১) নামে একজন রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের গোদা এলাকার থেকে ওই ইয়াবা বড়িগুলোসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

শরিফ হোসেন উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার–৩৪ বিজিবির অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা বড়ি মিয়ানমার থেকে বাংলাদেশে এনে কেনাবেচা করবে। অধিনায়কের নেতৃত্বে রেজুআমতলী সীমান্ত চৌকির টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৪ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তুলাতুলী জলিলের গোদা থেকে ওই এক লাখ ইয়াবা বড়িসহ শরিফকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। শরিফকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, কক্সবাজার-৩৪ বিজিবি চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ কোটি ১ লাখ ৮ হাজার ২০০ টাকার মূল্যের ৪ কোটি ৩৩ লাখ ৬৯৪টি ইয়াবা বড়ি এবং ৫ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ১.০৩০ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৮ কোটি ১৬ লাখ ৮ হাজার ২০০ টাকার মাদকদ্রব্যসহ ৮ জন আসামিকে আটক করতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *