উত্তরবঙ্গে কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করবে আওয়ামী লীগ

উত্তরবঙ্গে কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক ● উত্তরবঙ্গে শীতার্তদের জন্য কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার এ লক্ষ্যে উত্তরবঙ্গে যাবেন।

দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার শীতার্তদের জন্য কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করার জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন দলের নেতারা। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী এবং ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

বৃহস্পতিবার সম্পাদকমণ্ডলীর বৈঠক

উত্তরবঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির কারণে সোমবার আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সম্পাদকমণ্ডলীর সভা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সভা আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়। সকাল সাড়ে ১০টায় দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে তা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *