এই হিন্দুস্তান আমাদের জন্মভূমি। আমাদের ইতিহাস ঐতিহ্যের ভাণ্ডার। আমাদের সভ্যতা ও সাংস্কৃতির স্বাক্ষী। আমাদের হাজার বছরের ইতিহাসের নিদর্শন খোদাই করা আছে হিন্দুস্তানের দেয়াল ও দরজাগুলোয়।
পণ্ডিত জওহরলাল নেহেরুর যদি এখানে বসবাসের অধিকার থাকে, তাহলে এই ভূখণ্ডে আমাদের মতো নাগরিকদের অধিকার না থাকার কোনো কারণ নেই। প্রিয় মাতৃভূমিতে অনেক ঘটনা ঘটেছে। এখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল। আবার মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতার নামে এক ভয়ঙ্কর হস্তক্ষেপ চালানো হয়েছে।
আমরা আমাদের হাজারো প্রতিবন্ধকতা ও অসহায়ত্ব সত্ত্বেও যদি ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচারকে প্রতিহত করতে পারি, আমরা মুসলিমরা যদি সাম্প্রদায়িকতার মুখেও সাহসী ভূমিকা পালন করতে পারি তাহলে হিন্দু ও সাম্প্রদায়িকতার মুখে সাহসী হয়ে এখানে সকলের সাথে বসবাস করার অধিকার আমাদের আছে। আমাদের বাঁচতে হবে। এবং মর্যাদার সাথেই বাঁচতে হবে, একজন নাগরিক হিসেবে সমস্ত অধিকার নিয়ে বাঁচতে হবে।
আমরা অবশ্যই নির্যাতিত। কিন্তু দাস নই। আমরা যদি ব্রিটিশ দাসত্ব সহ্য না করি তাহলে কেন আমরা সংখ্যাগরিষ্ঠের দাসত্ব সহ্য করব?
আমরা এখানে স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করব।
সূত্র: মাসিক নিদায়ে শাহী জুন,১৯৯০