পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেত্রকোনার পূর্বধলায় গত ৩ দিনের ব্যবধানে ষাঁড়, গাভি ও বাছুরসহ এক খামারির ২৭টি গরু মারা গেছে। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ‘তাহাযিদ অ্যাগ্রো ফার্ম’ নামের এক গরুর খামারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ায় মারা গেছে গরুগুলো। এতে খামার মালিকের ক্ষতি হয়েছে প্রায় ৫০ লক্ষাধিক টাকা।
খামারের মালিক জাহেরুল ইসলাম জানান, গত শুক্রবারে খামারের শ্রমিকরা মাঠ থেকে কাঁচা নেপিয়ার ঘাস কেটে গরুদের খেতে দেয়। এর কিছুক্ষণ পর কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকাল, দুপুর ও রাতে ১টি করে মোট ৩টি গরু মারা গেছে। পরদিন রোববারে ৮টি গরু মারা যায়। মঙ্গলবার পর্যন্ত খামারের মোট ২৭টি গরু মারা গেছে। মারা যাওয়া ষাঁড় ও গরুগুলো কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিলো।
স্থানীয় বাসিন্দা মো. ফারুক হোসেন জানান, খামারটিতে ষাঁড় ও গাভী মিলিয়ে বিভিন্ন জাতের ছোট-বড় প্রায় ১০০টির মতো গরু রয়েছে। এগুলোকে কোরাবানির হাটে পাঠানোর জন্য তৈরি করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে গত কয়েকদিনে একে একে তাদের ২৭টি গরু মারা গেছে।
পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার ইত্তেফাককে জানান, নাইট্রেট পয়েজনিংয়ের কারণে এমনটি হয়ে থাকতে পারে। বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। এই ঘাস গরুকে খাওয়ালে নাইট্রেট বিষক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রকৃত ঘটনা জানার জন্য ঘাস ও মৃত গরুর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। খামারের অন্যান্য গরুগুলো যেন আক্রান্ত না হয়, সে জন্য আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করেছে যাচ্ছে।