এক মাস পর ভারত থেকে আলু আমদানি শুরু

এক মাস পর ভারত থেকে আলু আমদানি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: এক মাস বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। এর দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (০৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। প্রথম দিনে ভারতীয় ৩টি ট্রাকে ৬৯ টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। এর আগে সর্বশেষ ৬ ফেব্রুয়ারি আলু আমদানি হয়েছিল।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সারোয়ার হোসেন অনলাইন সংবাদমাধ্যম বলেন, “আলুর ভরা মৌসুমে দাম বাড়ায় বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। গত ৩ ফেব্রুয়ারি থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়। চার দিন পর বন্ধ হয়ে যায়। কারণ আমদানি শুরু হওয়ার ফলে দাম কমে যায়। দেশের বাজারে বিক্রি হচ্ছিল ২০ টাকায়। এতে লোকসান হওয়ায় আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারও দাম বাড়তে শুরু করে। এতে বাজার নিয়ন্ত্রণে আমদানি শুরু হয়। ফলে আবারও দাম কমবে।”

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, “এক মাস বন্ধের পর শনিবার থেকে আবারও বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। ফলে সরকারের রাজস্ব যেমন বাড়ছে তেমনি বন্দরের আয় বাড়বে। আমদানিকারকরা বন্দর থেকে যাতে সহজে আলু ছাড় করাতে পারেন, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি আমরা।”

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, “বাজার নিয়ন্ত্রণে গত ১ ফেব্রুয়ারি আলু আমদানির অনুমতি দিয়েছিল সরকার। হিলি স্থলবন্দরের ৫০ জন ব্যবসায়ী ৩৫ হাজার টন আমদানির অনুমতি পেয়েছিলেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে আমদানি শুরু হয়। এরপর আমদানি বন্ধ হয়ে যায়। শনিবার থেকে আবারও শুরু হয়েছে। ১৫ মার্চ পর্যন্ত আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *