এক ম্যাচ খেলে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

এক ম্যাচ খেলে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পিএসজির উপর থেকে শনির দশা যেন কাটছেই না। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা পিএসজি এখন খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লিগের প্রথম দুই ম্যাচেই হেরেছে। তৃতীয় ম্যাচেও বিবর্ণ তারা। ৯৫ মিনিটের গোলে জিতেছে। এর মধ্যে করোনা সংকটে কিলিয়ান এমবাপ্পে আছেন দলের বাইরে। এবার আবার দুই ম্যাচ নিষিদ্ধ হলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

লিগ ওয়ান ক্ল্যাসিকোয় মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে আলভারো গঞ্জালেসের মাথার পেছনে চড় মারেন নেইমার। ওই ঘটনায় তাকে লাল কার্ড দেখান রেফারি। ওই চড় মারার জন্য লিগ ওয়ান ফুটবল প্রফেশনাল (এলএফপি) নেইমারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

এর মধ্যে লাল কার্ড মানেই এক ম্যাচের নিষেধাজ্ঞা। মেটজের বিপক্ষে বুধবার রাতের লিগ ম্যাচে তাই খেলতে পারেননি নেইমার। তাকে তাই বাকি থাকা আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। নেইমার ওই ম্যাচে গঞ্জালেসকে চড় মারার কারণ হিসেবে তাকে ‘বানর’ বলে গালি দিয়েছেন অভিযোগ করেন।

ওই ঘটনারও তদন্ত হচ্ছে। যদি আলভারো সত্যি বর্ণবাদী মন্তব্য করে থাকেন তাহলে সর্বোচ্চ দশ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন ওই স্প্যানিশ ডিফেন্ডার। আর যদি নেইমার মিথ্যা অভিযোগ করে থাকেন তাহলে লাল কার্ডের নিষেধাজ্ঞার সঙ্গে যোগ হতে পারে বাড়তি নিষেধাজ্ঞা। আরও পাঁচ ম্যাচের জন্য নেইমার দল থেকে ছিটকে পড়তে পারেন।

এছাড়া ওই ম্যাচে নেইমারসহ মোট পাঁচজন ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। এর মধ্যে পিএসজির কুরজাওয়া প্রতিপক্ষের ফুটবলারকে লাথি মারায় ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। মার্সেইয়ের আমভাই নিষেধাজ্ঞা পেয়েছেন তিন ম্যাচ। এছাড়া মার্সেইয়ের বেনেদিত্ত এবং পিএসজির প্যারাদেসরা এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। এখনও ডি মারিয়ার থুতু দেওয়ার অভিযোগের সুরহা বাকি লিগ ওয়ান কর্তৃপক্ষের।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *