এবার আশুলিয়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, ছুরিকাঘাতে মালিকের মৃত্যু

এবার আশুলিয়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, ছুরিকাঘাতে মালিকের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত দোকান মালিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামের একটি দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

তারা আরও জানান, রাতে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এসময় ৪-৫ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও, লুট হওয়া জিনিসপত্রের পরিমাণ জানাতে পারেননি।

আশুলিয়া থানার কর্মকর্তা কামাল হোসেন (ওসি তদন্ত) জানান, ককটেল ফাটিয়ে ও দোকান মালিককে কুপিয়ে দুর্বৃত্তরা একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

এদিকে, ওই স্বর্ণের দোকানের মালিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক মেরাজুর রহমান পাভেল।

Related Articles