এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল!

এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলো দুর্বল হয়ে পড়া এবং সিরিয়ায় বাশার আল-আসাদের নাটকীয় পতনের প্রেক্ষাপটে ইসরাইলের সামরিক বাহিনী মনে করে, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর সুযোগ সৃষ্টি হয়েছে। সামরিক কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

এ প্রেক্ষাপটে ইরানের এ ধরনের সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য ইসরাইলি বিমান বাহিনী অব্যাহতভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি বাহিনী আরো বিশ্বাস করে, আসাদ সরকারের পতন এবং লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় ইরান তাদের পরমাণু কর্মসূচি আরো জোরদার করবে, বোমা বানানোর চেষ্টা করবে।

তবে ইরান সবসময়েই পরমাণু বোমা বানানোর কথা অস্বীকার করে আসছে। তারা বলছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে।

অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ জানিয়েছে, ২০০৩ সাল পর্যন্ত ইরানের সঙ্ঘবদ্ধ সামরিক পরমাণু কর্মসূচি ছিল। তারা বেসামরিক প্রয়োজন পূরণ ছাড়াও পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে। ইসরাইল মনে করে, ইরান কখনোই তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করেনি। তারা তাদের পরমাণু স্থাপনাগুলো সুরক্ষিত পর্বতের গভীরে স্থাপন করেছে।

ইসরাইলের ধ্বংস সাধনে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। গত এক বছরের বেশি সময় ধরে তারা দুবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছ। অন্যদিকে ইসরালি বলেছে, তারা ইরানকে কোনোভাবেই পরমাণু বোমা নির্মাণ করতে দেবে না। ইরানের হামলার জবাবে দুবারই সিরাইল ইরানি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে, তারা সিরিয়ার ওপর তাদের পূর্ণ শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। এর ফলে সিরিয়ার ওপর দিয়ে ইসরাইলি বিমান ইরানে হামলা চালানোর জন্য উড়ে যেতে পারবে বলে সামরিক কর্মকর্তারা দাবি করছে।

বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইল দেশটির সামরিক, নৌ, বিমান স্থাপনাগুলোর ওপর ইসরাইল একের পর এক আঘাত হানে। সিরিয়ার বেশিভাগ বিমানও ধ্বংস করে দিয়েছে ইসরাইল।

সিরিয়ার ১০৭টি বিমান প্রতিরক্ষা উপাদান, ৪৭টি রাডার, ৮০ ভাগ মধ্যমপাল্লার এসএ-২২ ক্ষেপণাস্ত্র, রুশ এসএস-১৭ মধ্যমপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে ইসরাইল।

এসব অস্ত্র ইসরাইলি বিমান বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছিল।

সূত্র : টাইমস অব ইসরাইল

Related Articles