এবার কোচের দায়িত্বে মাশরাফি-সাকিব

এবার কোচের দায়িত্বে মাশরাফি-সাকিব

ক্রীড়া প্রতিবেদক : ২০১৮ সালে টাইগারদের সূচিতে সর্বপ্রথম ত্রিদেশীয় সিরিজ। আগামী ১৫ জানুয়ারি শুরু হবে এই সিরিজ। আর এই সিরিজের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে টাইগারদের। কিন্তু প্রধান কোচ ছাড়াই এই সিরিজ খেলতে নামবেন মাশরাফি-সাকিবরা। তাই এই দুই সিরিজে সিনিয়র ক্রিকেটারদেরই কোচের দায়িত্ব নিতে বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ করে দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকে।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর সম্প্রতি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছিলেন বিসিবি সভাপতি। সোমবার তিনি আলোচনা করেছেন ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে।

সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এবার কোচ সাকিব ও মাশরাফি। সিনিয়র ক্রিকেটারদের উপরই ছেড়ে দেয়া হচ্ছে। ওরা বেশ আত্মবিশ্বাসী। এই সিরিজ ওরা সামলাতে পারবে। এই সিরিজে কোচ ক্রিকেটাররাই। তাছাড়া সাপোর্ট স্টাফরা তো থাকবেনই।’

তিনি আরও বলেন, ‘আমরা মোটামুটি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আসন্ন সিরিজে কোনও কোচ আসছে না। তবে, পরের সিরিজের পূর্বে আমরা অবশ্যই কোচ আনতে পারলে নিয়ে আসব।’

তিনি বলেন, ‘প্রতি সিরিজে বোর্ড থেকে যে ধরনের প্রতিনিধি থাকে, সাপোর্ট থাকে সবই থাকছে। পাশাপাশি খালেদ মাহমুদ সুজন তো থাকছেই। সে সবসময় ম্যানেজার হিসাবে কাজ করত। বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে ইন্টারলিঙ্ক হিসাবে কাজ করত। সে যেহেতু থাকছে তাকে একটা পদবী দিয়ে রাখা হচ্ছে।’

আগামী ১৫ জানুয়ারি মিরপুরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এই সিরিজে অন্য দলটি হচ্ছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *