এবার নতুন নিষেধাজ্ঞা আফগান নারীদের ওপর

এবার নতুন নিষেধাজ্ঞা আফগান নারীদের ওপর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুরুষ অভিভাবক ছাড়া আফগান নারীদের বিমানে ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক, কোনও ফ্লাইটেই আফগান নারীরা পুরুষ অভিভাবক ছাড়া উঠতে পারবেন না। আফগানিস্তানের সব এয়ারলাইনসকে এ নির্দেশ দিয়েছে তালেবান। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির সব এয়ারলাইনসকে চিঠি দিয়ে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করে তালেবান সরকার। তবে যেসব নারী এরই মধ্যে পুরুষ সঙ্গী ছাড়া বিমানের টিকিট বুক করে ফেলেছেন, তারা কেবল রোববার ও সোমবার ভ্রমণ করার অনুমতি পাবেন।

শনিবার কাবুল বিমানবন্দর থেকে টিকিট কাটা আছে এমন কয়েকজন নারীকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি বলেও জানান তারা।

এ বিষয়ে জানতে রয়টার্স থেকে পুণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয়, সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *