এবার শাহবাগে বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিল শিক্ষার্থীরা

এবার শাহবাগে বিদেশি নাগরিকের গাড়ি আটকে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের হাতে বাদ যাচ্ছে না বিদেশী নাগরিকদের গাড়িও। কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে রাজধানীর শাহবাগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিদেশি নাগরিকের গাড়ি আটকে দেয় বলে জানা গেছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

সূত্র মতে, গাড়িটি শাহবাগ পার হওয়ার সময় শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীরা চালককে গাড়ি থামাতে ইশারা করে। কিন্তু চালক না থামিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের হস্তক্ষেপে গাড়িটি শাহবাগ থানায় নিয়ে আসা হয়।

দুই বিদেশি নাগরিকের ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘গাড়ির ভেতর দু’জন সুইডিশ নাগরিক রয়েছেন। তাদের একজন গাড়িটি চালাচ্ছিলেন। তাদের কারো কাছে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

রমনা জোনের এডিসি আজিম বলেন, এ দুই বিদেশি নাগরিক ইউএন এর কর্মকর্তা। এদের মধ্যে একজনের স্ত্রী ইউনিসেফে কাজ করেন। তারা ভয় পেয়ে গাড়ি থেকে নামছেন না। তবে তাদেরকে নিরাপদে সুইডেনের দূতাবাসে পৌঁছে দেওয়া হবে।

শাহবাগ থানার দায়িত্বরত পুলিশ ইউএন-এর দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিস্পতি করছেন বলে জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *