কক্সবাজার থেকে যাত্রা শুরু যাত্রীবাহী ট্রেনের

কক্সবাজার থেকে যাত্রা শুরু যাত্রীবাহী ট্রেনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: কক্সবাজার থেকে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’। প্রথমবারের মতো কক্সবাজার থেকে ট্রেনে যাত্রা করার সময় খুশির কথা জানিয়েছেন যাত্রীরা।

দুপুরে ট্রেন যাত্রার উদ্ভোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো হুমায়ুন কবির।

 

এ সময় তিনি বলেন, আজ কক্সবাজারবাসীর জন্য ঐতিহাসিক দিন। বাণিজ্যিক ট্রেন চালু হওয়ায় দেশের নানা প্রান্তের লোকজন স্বল্প খরচে এখন থেকে কক্সবাজার আসতে পারবেন।

 

প্রথমদিনে ট্রেনে ভ্রমণকারীদের মধ্যে আছেন জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা বায়েজিদ। তিনি বলেন, ‘আমার প্রয়াত দাদা বদিউল আলম পাকিস্তান আমলে পঞ্চায়েত ছিলেন।

 

দাদার নেতৃত্বে এলাকাবাসী ট্রেনের জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ফসল এই রুটের ট্রেন চলাচল। প্রথম ট্রেনের যাত্রী হতে পেরে আনন্দিত।’

 

এদিকে কক্সবাজার-ঢাকা যাতায়াতকারী ট্রেনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন।

 

তিনি বলেন, ‘ট্রেন সার্ভিসে ইয়াবার চালান পাচারের আশংকা রয়েছে। তাই অবিলম্বে স্টেশনে স্ক্যনার মেশিন বসানো হোক।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *