কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন তথ্যমন্ত্রী

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন তথ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিশ্ব জলবায়ু সম্মেলন দুবাইয়ে কপ-২৮ সম্মেলনস্থলে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১ ডিসেম্বর) বৈঠকের সময় বন ও পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি হয়েছে, কমনওয়েলথ মহাসচিব তার প্রশংসা করেন। একই সঙ্গে তার সঙ্গে দেশের রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে জলবায়ু বিষয়ে কার্যক্রমে নেতৃত্বের কণ্ঠস্বর হিসেবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিযুক্ত মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা এ পুরস্কার প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *