করোনা; অক্সফোর্ডের টিকা ব্যবহারে অনুমোদন দিল যুক্তরাজ্য

করোনা; অক্সফোর্ডের টিকা ব্যবহারে অনুমোদন দিল যুক্তরাজ্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন রূপ নিয়ে শঙ্কিত এখন বিশ্ব। এরমধ্যেই যুক্তরাজ্য আক্রান্ত হয়েছে করোনার নতুন রূপে। টিকা ব্যবহার তরান্বিত করতে তাই ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবন করা করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

এরইমধ্যে যুক্তরাজ্যের সরকার অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ১০ কোটি ডোজ টিকা অর্ডার করেছে, যা ৫ কোটি মানুষকে দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে। খবর বিবিসির

টিকার এই অনুমোদনকে প্রধান ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে চিহ্নিত করে ব্রিটিশ সরকার জানিয়েছে, এটি যুক্তরাজ্যের টিকাদান কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটাবে, যা জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। এছাড়া, ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি এ বছরের জানুয়ারিতে উদ্ভাবন করা হয়। এপ্রিল মাসে প্রথম একজন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হয় এবং পরে বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়। ট্রায়াল শেষে সফল প্রমাণ হওয়ার পর এ টিকার অনুমোদন দিলো যুক্তরাজ্য।

এদিকে ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা– তিনটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ২০২১ সাল নাগাদ ৫৩০ কোটি টিকা বিতরণের পূর্বাভাস দিয়েছে। অধিক চাহিদার দরুণ ২০২৩ বা ২০২৪ সাল পর্যন্ত স্বল্প আয়ের উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *