করোনার চতুর্থ ঢেউয়ে পাকিস্তানে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনার চতুর্থ ঢেউয়ে পাকিস্তানে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছেন। দেশটিতে চতুর্থ দফায় করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর একদিনে এটাই সর্বাধিক প্রাণহানি। সবশেষ গত মে মাসে পাকিস্তানে রেকর্ড ১৩১ জনের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানে করোনায় ২৩ হাজার ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে গতদিন আরও ৪ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত হওয়ার পর মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১০ লাখ ৬৩ হাজার ১২৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ২৪ শতাংশ।

করোনাভাইরাস মোকাবিলায় গঠিত পাকিস্তানের সরকারি টাস্কফোর্স ন্যাশন্যাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের তথ্যমতে দেশটিতে ফের করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। এতে দেশটিতে আবার মহামারির প্রকোপ ছড়ানো নিয়েও বেড়েছে উদ্বেগ।

তবে কেন্দ্র সরকারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সিন্ধ প্রদেশের সরকার করাচিসহ দক্ষিণ অংশে লকডাউন আরোপ করার পর তার সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছেন, ‘ক্ষুধার্ত মানুষকে এভাবে লকডাউনে রাখা যায় না’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *