করোনা ভ্যাকসিন নিতে অস্বীকৃতি ব্রাজিলের প্রেসিডেন্টের

করোনা ভ্যাকসিন নিতে অস্বীকৃতি ব্রাজিলের প্রেসিডেন্টের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ব্রাজিলের নাগরিকদের ভ্যাকসিন প্রদানের বিষয়ে সম্মত হওয়া সম্ভব নয় কংগ্রেসের। এরপরই তিনি যুক্ত করেছেন, আমি বলছি, ভ্যাকসিন না নেয়া আমার অধিকার। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

খবরে জানানো হয়েছে, করোনা মহামারিতে মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায়ও দেশটি রয়েছে তৃতীয় স্থানে। আগে শুধু যুক্তরাষ্ট্র ও ভারত। তারপরেও দেশটির কট্টোর ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারো প্রথম থেকেই এই মহামারিকে ছোট করে দেখছেন। এমনকি নিজেও করোনা আক্রান্ত হলেও তার অবস্থানের পরিবর্তন হয়নি।

ওই বিবৃতিতে বলসোনারো মাস্ক পরার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি দাবি করেন, মাস্ক ভাইরাস সংক্রমণ ঠেকায় এরপক্ষে বেশি প্রমাণ নেই। এর আগে গত অক্টোবর মাসে তিনি টুইট করে বলেছিলেন, ভ্যাকসিন কেবল তার পোষা কুকুরের জন্য দরকার।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *