করোনা রোগীর সেবায় প্রাণ হারানো স্বাস্থ্যকর্মীরা শহীদ : খামেনি

করোনা রোগীর সেবায় প্রাণ হারানো স্বাস্থ্যকর্মীরা শহীদ : খামেনি

করোনা রোগীর সেবায় প্রাণ হারানো স্বাস্থ্যকর্মীরা শহীদ : খামেনি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত থেকে মৃত্যু বরণ করা স্বাস্থ্যকর্মীদের সবাইকে শহীদ বলে ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ মন্তব্যের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন টাইমস্।

খবরে বলা হয়, খামেনি কে ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি এমন একটি প্রস্তাব দিলে তিনি তাতে সম্মতি দেন। খামেনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে ডাক্তার ও নার্সসহ মেডিক্যাল টিমের যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে দায়িত্ব পালনকারী শহীদ হিসেবে মর্যাদা দেওয়া হবে।

ইরানের আইন অনুযায়ী, রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা প্রাপ্তদের সব সময় বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের পরিবারের জীবিত সদস্যরা বিশেষ সম্মান ও সুযোগ-সুবিধা পান।

প্রসঙ্গত, চীনের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে করোনা পরিস্থিতি ভয়াবহ। মঙ্গলবারের ৫৪ জনসহ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে মারা গেছে ২৯১ জন। মধ্যপ্রাচ্যে করোনায় আক্রান্ত ৮ হাজার ৬০০ জনের মধ্যে ইরানেই সবচেয়ে বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *