কাবা শরিফে ৬ মাসে ১০ কোটির বেশি মুসল্লির আগমন

কাবা শরিফে ৬ মাসে ১০ কোটির বেশি মুসল্লির আগমন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৪৪৪ হিজরি সনের শুরু থেকে এ পর্যন্ত বায়তুল্লাহর মসজিদুল হারামে ১০ কোটির বেশি (১০০ মিলিয়ন) ইবাদতকারীর আগমন রেকর্ড করা হয়েছে। এসময় হাজরে ইসমাঈলের কাছে নামাজ আদায় করা মানুষের সংখ্যা ১১ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস সুদাইস এ তথ্য জানিয়েছেন বলে আল আরাবিয়ার খবরে জানানো হয়েছে।

হজ, ওমরাহ ও ভিজিট রিসার্চ সংক্রান্ত ২২তম সায়েন্টিফিক ফোরামের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে শায়খ সুদাইস এসব বলেন। ফোরামের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে উম্মুল কুরা ইউনিভার্সিটিতে, এতে প্রতিনিধিত্ব করেছেন হারামাইন শরিফাইনের খাদেম।

শায়খ সুদাইস আরও বলেন, মসজিদে নববীতে বয়স্ক ও প্রতিবন্ধীদের উন্নত সুযোগ-সুবিধা প্রদানের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ৫০টিরও বেশি গাড়ি বরাদ্দ করা হয়েছে। এবং ১৫ লাখের বেশি ইবাদতকারীকে পরিবহন সেবা প্রদান করা হয়েছে।

শায়খ সুদাইস বলেছেন, পাবলিক প্রেসিডেন্সির উদ্দেশ্য হল, ২০২৩ সালে পবিত্র দুই মসজিদে স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়ানো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *