কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তীব্র শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার কারণে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। গরম কাপড়ের অভাবে দরিদ্র জনগোষ্ঠী দুর্ভোগে পড়েছে, অনেকেই গাদাগাদি করে রাত কাটাচ্ছেন।

শীতের কারণে কৃষিকাজে স্থবিরতা দেখা দিয়েছে, যা শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা শীতার্তদের সহায়তায় এগিয়ে এলেও পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চলে নতুন শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Related Articles